রায়গঞ্জ প্রতিনিধি, সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘর বাড়ি ভাঙ্গা ও বসবাসকৃত ঘরের মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে। অসহায় অঞ্জনা খাতুনের পরিবারের উপর অমানবিক নির্যাতন ও জুলুম করছে ভূমিদস্যু রাশিদুল বাহিনী। জানা যায়, উপজেলার সোনাখারা ইউনিয়নের কলিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন ময়ান উদ্দিন আনিসুল হক আনাস ও আলম অন্যদিকে,প্রতিপক্ষ মৃত জালাল হোসেনের ছেলে ভূমিদস্যু রাশিদুল ইসলাম ৪২ মোঃ আলী জিন্নাহ্ ৫৩ সোহাগ ৩০নুরুল ইসলাম ২৮ ও শামীম ২৮ইমন হোসেন ২০ উজ্জল ২৪ উভয় পিতা মোঃ আলী জিন্নাহ্। আতিকুল ২৩ ও আজিজুল ২১ উভয় পিতা মোঃ রাশিদুল ইসলাম দের সাথে দীর্ঘ দিন ধরে বসবাস রত ১০ শতাংশ বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় গত ১৭/১১/২৩ ইং শুক্রবার সকাল ৭ টায় রাশিদুল বাহিনী জোর পূর্বক আনাস হোসেনের বসবাসকৃত ৪ টি ঘর ভেঙ্গে দেয় ও ঘরের ভিতর থাকা আসবাব পত্র মালামাল বহন করে নিয়ে যায় ভূমিদস্যু রাশিদুল বাহিনী। এদিকে ঘর ভাঙ্গার পূর্বে আনাসের বাড়ির প্রায় বিশ হাজার টাকার মূল্যর ফলজ আম ও কাঠাল গাছ কেটে নিয়ে যায় রাশিদুল ইসলাম। এ সময় আনাস হোসেনের স্ত্রী অঞ্জনা খাতুন বাধা দিলে তাকে প্রাণ নাশের হুমকিদেয় বিবাদী গনেরা। এদিকে অঞ্জনা খাতুন প্রাণ ভয়ে কলিয়া গ্রামের স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়ি ধুবিল ইউনিয়নের খারিজা ঘুঘাট গ্রামে মানবেতর জীবনযাপন করছে। এমন ঘটনার পর অঞ্জনা খাতুন বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। উল্লেখ্য আনাস আলম ও আনিসুল হক বেশ কিছু দিন ধরে বিদেশে কর্মরত অবস্থায় আছে। আর এই সুযোগ মৌকা করে ভূমিদস্যু রাশিদুল বাহিনী পেশী শক্তির অপব্যবহার করছে। বিষয়টি নিয়ে স্থানীয় ইউ পি সদস্য শ্রী সুরেশ চন্দ্রের সাথে কথা বললে তিনি বলেন একাধিক বার দরবার করেছি কিন্তু কোন মিমাংসা হয়নি। এ বিষয়ে সোনাখারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু হেনা কামাল মোস্তফা বলেন ঘটনাটি আমি শুনেছি বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে।
Leave a Reply