এস এম জাকারিয়া রায়গঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষদের দিকে গুলি ছোড়ার ঘটনায় এক বন্দুকধারীকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মামলা সূত্রে জানা যায়, জামাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব সোহেলের সাথে একই ইউনিয়নের ব্যবসায় আমিনুল ইসলাম পান্নার ছেলে এহসানুল হক আবিরের সাথে দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে আহসান হাবিব সোহেল ও তার শ্রমিকরা বিবাদমান জায়গায় কাজ করতে যায়। কাজ চলমান অবস্থায় আহসান হাবীব সোহেল ও এহসানুল হক আবিরের সাথে কথা কাটাকাটি শুরু হয়। কথা -কাটাকাটি চলাকালীন অবস্থায় হাসানুল হক আবির আহসান হাবীব সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। আহসান হাবিব সোহেল রায়গঞ্জ থানায় খবর দিলে থানা পুলিশ অস্ত্র সহ এহসানুল হক আবিরকে হাতেনাতে আটক করে। এই ঘটনায় আহসান হাবীব সোহেল বাদী হয়ে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এ ব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন ঘটনা সত্যতা পাওয়ায় বন্দুকধারী এহসানুল হক আবীর এর বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply