অনলাইন ডেস্ক
মরক্কোর ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের আশ্রয়ের জন্য রোনালদো দিয়ে দিয়েছেন নিজের অভিজাত হোটেলটি।
ছিলো না কোন পূর্বাভাস, ছিলো না কোন প্রস্তুতি। থাকবেই বা কেন, এমনতো হওয়ার কথাই ছিলো না। নতুন স্বপ্ন বোনার আশায় তো ঘুমের প্রস্তুতিতে সবাই। ঠিক তখনই শুরু হলো প্রকৃতির নিষ্ঠুর ধ্বংসলীলা। মরক্কোর ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এখনো পর্যন্ত কেড়ে নিয়েছে দুই হাজারেরও বেশি মানুষের প্রাণ।
ভূমিকম্পে যারা বেঁচে আছেন তারা এখন নতুন লড়াইয়ে। এই দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের, সাথে ঠিকানা। আহদের চিকিৎসায় হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এমন অবস্থায় বরবারের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। নিজের চার তারকা হোটেল খুলে দিলেন আশ্রয় কেন্দ্রের জন্য। ১৭৪টি রুম সমৃদ্ধ দ্য পেস্তানা সিআরসেভেন মারাকাশে আশ্রয় নিতে পারবেন সাহায্যপ্রার্থীরা।
বিপর্যয়ে এমনভাবে রোনালদোর এগিয়ে আসার ঘটনা এবারই প্রথম নয়। এইতো গেলো ফেব্রুয়ারিতে তুরস্ক দেখেছিলো এমনই এক ভয়াবহ ভূমিকম্প সেবেলাতেও পুরো বিমান বোঝাই করে সাহায্য সামগ্রী পাঠিয়েছিলেন সিআরসেভেন। এক ভক্তের ব্রেইন অপারেশনের জন্য দেন ৮৩ হাজার ডলার, ক্যানসার ফান্ডের জন্য দান করেন ১ লাখ ৬৫ হাজার ডলার।
পেন্ডামিকের সময় হাসপাতালে ১ মিলিয়ন পাউন্ড সহায়তা করেন। এছাড়াও রোনালদো যুক্ত আছেন সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফসহ বিভিন্ন সাহায্য সংস্থার সাথে যুক্ত আছেন।
তবুও মাঠের অ্যাগ্রেসিভ ক্রিশ্চিয়ানো রোনালদো আর মানবিক রোনালদোকে গুলিয়ে ফেলে অনেকেই। ভাবেন সিআরসেভেন শুধুই একজন ভালো ফুটবলার ভালো মানুষ নন।
Leave a Reply