হাফিজুর রহমান বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় রক্তদান’সংগঠনের এক হাজার ব্যাগ রক্তদান উপলক্ষে কেক কর্তন মাসিক সভা ও স্বেচ্ছাসেবীদের মাঝে ৩ টি ক্যাটাগরিতে সম্মাননা প্রধান করা হয়েছে।৮ই সেপ্টেম্বর রোজ শুক্রবার রায়গঞ্জের গ্রাম পাংগাসী (আলম মার্কেটে) এ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। সাঈদী হাসান সাগরের সভাপতিত্বে একরামুল হোসাইনের সঞ্চালনায় স্বেচ্ছাসেবীদের মাঝে বক্তব্য রাখেন।ফুলজোড় রক্তদান সংগঠনের উপদেষ্টা মন্ডলীরা ডিএসবি শামীম রেজা, শহীদুজ্জামান শুভ, হাশিনুর ইসলাম,আব্দুর রহিম,সাজিদ হাসান, কাজল দাশ , ডা: সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, কলি , আখতারুজ্জামান, সাইদুল ইসলাম আবির । নাহিদ হাসান জাকারিয়া সহ আরো অনেকেইবক্তারা বলেন, ফুলজোড় রক্তদান সংগঠনের সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে পেরেছো তোমাদের এই রক্ত যোগাড় করে রোগীর কাছে পৌছে দেওয়া মোটেও সহজ কাজ ছিলোনা তোমাদের স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রমের ফলে তা করতে পেরেছো বলে মনে করি।আলোচনা সভা ও কেক কর্তন শেষে ৩ ক্যাটাগরিতে স্বেচ্ছাসেবকদের হাতে সম্মাননা স্মারক ও পরিচয় পত্র তুলে দেওয়া হয়। গণমাধ্যম ও পত্রপত্রিকায় মানবিক কাজে বিশেষ অবদান রাখায় গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবিরকে বিশেষ সম্মাননা স্মারক প্রধান করা হয়।গত জুন জুলাই আগস্ট মাসের সর্বোচ্চ রক্তদাতা সংগ্রহকারী গণমাধ্যম কর্মী হাফিজুর রহমান হাফিজ, ও সুমোন সরকার কে সম্মাননা তুলে দেন উপদেষ্টা মন্ডলীরা ,ফেসবুক পেইজ ও গ্রুপে সর্বাধিক লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেসবুকে শীর্ষ অবদানকারী’র সম্মাননা পুরস্কার পান টপ কন্টিবিউটরস,আসিফ হোসেন ও রহিমা খাতুন।আলোচনা সভা কেক কর্তন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলজোড় রক্তদান সংগঠনের বিভিন্ন এলাকা থেকে আসা সকল স্বেচ্ছাসেবীরা
Leave a Reply