নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে (বগুড়া-সিরাজগঞ্জ) রেলপথ নির্মাণের জায়গায় রাতারাতি অবৈধ স্থাপনা নির্মাণ করে সরকারি অর্থ লোপাট করার পাঁয়তারা আবু হানিফ খান। সরকারি অর্থের লোভ সামলাতে না পেরে ফসলি জমিতে রাতারাতি নির্মাণ করছেন পাঁকা স্থাপনা।
জানাযায়, (বগুড়া- সিরাজগঞ্জ) রেলপথ নির্মাণের জন্য ইতিমধ্যেই (বগুড়া হতে সিরাজগঞ্জ)পর্যন্ত নকশা প্রণয়ণ করে ম্যাপ জরিপ করা হয়েছে। উক্ত ম্যাপ জরিপের আওতায় চান্দাইকোনা ইউপির সরাই হাজীপুর গ্রামের মৃত ওসমান গনীর পুত্র আবু হানিফ খানের দাথিয়া দিগর মৌজায় এক বিঘা জমি রেল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় পড়ে। এতে আবু হানিফ খান সরকারের দেয়া অর্থের লোভ সামলাতে না পেরে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাতারাতি গড়ে তুলছেন অবৈধ স্থাপনা।
এই স্থাপনার টাকা উত্তোলনের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গোপন আতাত শুরু করেছেন। শুধু আবু হানিফ খানই নয় বগুড়া থেকে সিরাজগঞ্জ রেল লাইন নির্মাণের অনেক জায়গায় অনেক অসাধু লোকজন স্থাপনা নির্মাণ করছে। যা সরকারি নীতিমালা বহি:র্ভূত। এখনোই প্রশাসনের নজর দেয়া উচিত, না হলে সরকারের বিপুল পরিমান অর্থ আবু হানিফ খানের মত লোভি লোকজন লোপাট করে নেবে বলছে এলাকাবাসী।
এ বিষয়ে আবু হানিফ খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন রেললাইনের বিষয়ে আমি কিছু জানিনা। তবে আমি আমার আবাদী জমিতে স্থাপনা নির্মাণ করছি। সকল প্রশাসনের লোক আমার হাতে আপনারা পত্রিকায় লিখে কিছু করতে পারবেন না।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, রেললাইন নির্মাণ প্রকল্পের আওতায় স্থাপনা নির্মাণ সম্পূর্ণ অবৈধ। তবে জেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করবো।
Leave a Reply