রাজধানীর মুগদায় একটি বাসা থেকে মমতাজ বেগম (৫০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাথায় আঘাত ও শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) ভোরের দিকে দক্ষিণ মান্ডা এলাকায় এ ঘটনা ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মুগদা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুরা আক্তার সীমা বলেন, আমরা সকাল সাড়ে ৮টার দিকে দক্ষিণ মান্ডা মহিলা মেম্বার গলি এলাকার ১৩১০ নম্বর বাসার নিচ তলায় ফ্লোর থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি জানান, নিহত ওই নারীর মাথা ফোলা ছিল ও মুখে রক্ত দেখা গেছে। গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়। তাকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করেছে বলে আমাদের ধারণা। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশালের মেহেদীগঞ্জ থানার মালন্দী গ্রামে। তিনি মৃত আব্দুর রব হাওলাদারের মেয়ে। মুগদায় স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, এ ঘটনায় নিহতের ছোট ছেলে সোহানকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এতে জানা যায়, সোহান তার এক বন্ধুর মোটরসাইকেল চালিয়ে নষ্ট করে। পরে সেই মোটরসাইকেল ঠিক করার জন্য তার মায়ের কাছে ৩৫০০ টাকা চান। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহানের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোহান তার মায়ের গলা চেপে ধরেন। এরপর তার মা অচেতন হয়ে পড়েন। পরে মাথায় আঘাত করলে তার মায়ের মৃত্যু হয়।সোহান এখন পুলিশ হেফাজতে বলে জানান মুগদা থানার ওসি।
Leave a Reply