তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক দায়িত্বভার গ্রহন করেছেন।
মঙ্গলবার (২২আগষ্ট) সকালে তাড়াশ উপজেলা পরিষদের পৌরসভা অফিসে প্রথম পৌর মেয়র হিসেবে অভিষেক অনুষ্ঠানে এ দায়িত্ব হস্তান্তর করা হয়। দায়িত্ব হস্তান্তর করেন তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক মো: মেজবাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হোসনেআরা পারভীন লাভলী, সাধারন সম্পাদক সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইসচেয়ারম্যান মর্জিনা ইসলাম, উপজেলা যুব লীগের সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন প্রমুখ ।নব নির্বাচিত পৌর মেয়র মো. আব্দুর রাজ্জাক, তাড়াশ পৌরসভাকে আদর্শ-আধুনিক পৌর শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলের দোয়া চেয়েছেন। তাকে মেয়র নির্বাচিত করার জন্য তিনি পৌরবাসীকে ধন্যবাদ জানান।
Leave a Reply