সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে রায়গঞ্জে ফুলজোড় নদীর জয়ানপুর ঘাট এলাকায় নৌকা বাইচ এর ফাইনাল প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় উক্ত নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতায় বিভিন্ন জেলার শহর থেকে আগত বাইচের নৌকা বাইচ দল অংশ গ্রহন করেন। ঘন্টা ব্যাপী নৌকা বাইচ শেষে ফাইনালে চুড়ান্ত পর্যায়ে উঠেন টাংগাইল জেলার ভূয়াপুরের মানিক তরি নৌকা বাইচ দল বিজয়ী লাভ করেন। এসময় রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হোসেন শোভন সরকারের সভাপতিত্বে শেখ কামাল ক্রিড়া ও সাংস্কৃতিক পরিষদ আয়োজিত নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি রায়গঞ্জ-তাড়াশ আসনের এমপি অধ্যাপক ডাক্তার আব্দুল আজিজ মোবাইল ফোনে বিজয়ী নৌকা বাইচ দলকে সুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা আ:লীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুর, সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু, সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন সরকার সহ অন্যরা। পরে বিজয়ী মানিক তরী দলকে মোটরসাইকেল পুরস্কার দেয়া হয়।
Leave a Reply