তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বঙ্গবন্ধু যমুনা হাফ ম্যারাথন-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ভোর পাঁচ টা থেকে সাড়ে আট পর্যন্ত ২২ কি:মি: ও ১০ কি:মি: পর্যন্ত দুটি আলাদা বিভাগে সাড়ে চার শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার প্রতিযোগী এই ম্যারাথনে অংশ নেন। প্রতিযোগীদের মধ্যে ছিলেন, সারাদেশ থেকে আসা সরকারি কর্মকর্তা,বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,আর্মি অফিসার, ছাত্রছাত্রী ও পেশাদার দৌড়বিদ। সকাল পাঁচটায় হাফ ম্যারাথন শুরুর ১৫ মিনিট পর শুরু হয় মিনি ম্যারাথন। ‘ শারীরিক ও মানসিক স্বাস্ব্যের জন্য শরীরচর্চ্চা/বয়স কোনো বাধা নয়’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে চলনবিল রানার্স ও সিরাজগঞ্জ রানার্স কমিউনিটি নামের দুটি ক্রীড়া সংগঠন এ প্রতিযোগিতার আয়োজন করে। হাফ ম্যারাথনের সাড়ে তিন ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রতিযোগীদের দৌড়াতে হয়েছে মোট ২১ দশমিক এক কিলোমিটার। এর জন্য তাদের কে গুল্টা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে শুরু করে রানীর হাট পর্যন্ত দৌড়ে পূণরায় গুল্টা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় চত্বর ফিরে আসতে হয়েছে। অপরদিকে মিনি প্রতিযোগিতায় একই নিয়মে গোন্তা বাজার হয়ে পূণরায় অনুষ্ঠান স্থলে ফিরে এসেছেন। এ প্রতিযোগিতায় অংশ নিতে আসা ২১ দশমিক এক কিলোমিটারে পুরুষ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন আব্দুল্লাহ আল মামুন। দ্বিতীয় স্থান অধিকার করেন আমির হোসেন ও তৃতীয় স্থান অধিকার করেন মো: রিয়াজ। নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন হামিদা আক্তার জেবা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন রেখা খাতুন ও তৃতীয় স্থান অধিকার করেছেন সুইটি ফারজানা। ১০ কিলোমিটারের মিনি ম্যারাথনে প্রথম স্থান অধিকার করেছেন, আরশারাফুল ইসলাম। দ্বিতীয় হয়েছেন এম. ডি. ইমরান হাসান ও তৃতীয় হয়েছেন সাখাওয়াত হোসেন। একই প্রতিযেগিতায় নারী ক্যাটাগরিতে প্রথম হয়েছেন নার্গিস জাহান ওহাব। দ্বিতীয় হয়েছেন শিউলি আকতার ও তৃতীয় হয়েছেন উন্মে হুমাইয়ারা। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগীদের মাঝে পুরুষ্কার তুলে দেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ। ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাক। এ সময় আরো উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার(ভূমি) নূরি তাসনিম ঊর্মি, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো: আব্দুল খালেক ও মেহেদি হাসান ম্যাগনেট সহ অন্যান্যরা। হাফ ম্যারাথনের আয়োজক ডা: প্রনব সাহা ও রেস ডিরেক্টর ও আয়োজক প্রশান্ত কেরকেটা বলেন, তরুণ প্রজন্ম কে উদ্বুদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতে তারা আরো আয়োজন করবেন ।
Can I simply just say what a comfort to discover somebody that truly knows what theyre talking about on the net. You definitely understand how to bring an issue to light and make it important. More and more people ought to look at this and understand this side of the story. I was surprised that youre not more popular since you definitely have the gift.